Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ , ২৬ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.4/5 (24 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২২-২০১৫

আল-আমিনের জায়গায় সম্ভাবনা শফিউলের

আল-আমিনের জায়গায় সম্ভাবনা শফিউলের

ঢাকা, ২২ ফেব্রুয়ারি- শৃঙ্খলা ভাঙার কারণে দল থেকে বাদ পড়া আল-আমিনের জায়গা পূরণে একজন পেসারকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

ফারুক জানান, এরই মধ্যে আল-আমিনের পরিবর্তে আরেকজনকে নেওয়ার জন্য ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে আবেদন করেছেন তারা। সংস্থাটির কাছ থেকে সিদ্ধান্ত এলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশের বিশ্বকাপ দলে আল-আমিনের জায়গা পূরণে ৫২ ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকা শফিউল ইসলাম নির্বাচকদের বিবেচনায় এগিয়ে আছে বলেও জানান ফারুক।

“আমরা একজন পেসারই পাঠাব। শফিউলকে দিয়েও এটা হতে পারে। তবে শফিউল ছাড়াও আরো কয়েকজন আমাদের ভাবনায় আছে।”

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দলের বিধি-নিষেধ ভেঙেছেন আল-আমিন হোসেন। বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গে আর থাকছেন না তিনি। বোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষে ম্যানেজারের প্রতিবেদন পেয়ে বিসিবি বিধি-নিষেধ ভাঙার ব্যাপারে নিজস্ব তদন্ত করবে।”

মাহমুদ জানান, রাত দশটার পরে বাইরে থাকতে হলে টিম ম্যানেজমেন্টের অনুমতি নিতে হয়। কিন্তু তা না নিয়েই বৃহস্পতিবার রাতে আল-আমিন দশটার পর ফেরেন। বিষয়টি আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু) তাদের জানায়।

আল-আমিনকে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানোর কথা উল্লেখ করে মাহমুদ জানান, কোনো দুর্নীতির সঙ্গে ২৫ বছর বয়সী এই পেসারের যুক্ত থাকার প্রমাণ মেলেনি।

গত বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় আল-আমিনের। ১১ ওয়ানডে খেলা এই পেসার এবার ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেননি এই পেসার।

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে