DESHEBIDESHE
টরন্টো, সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ , ১ পৌষ ১৪২৬
গড় রেটিং: 3.5/5 (13 টি ভোট গৃহিত হয়েছে)
আপডেট : ০৩-০৯-২০১২
ইয়াবা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ : আমেরিকা
গত বছর দেশে উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্য উৎপাদিত হয়নি। কিন্তু ভারত ও বার্মা থেকে পাচার হয়ে আসা 'ইয়াবা' ট্যাবলেটসহ অন্যান্য মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বাংলাদেশের সরকার। আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ কৌশল বিষয়ক প্রতিবেদন, ২০১২তে (আইএনসি এসআর) বুধবার এ তথ্য জানিয়েছে আমেরিকা। দেশে মাদকের প্রবেশ রোধে এ ব্যর্থতার কারণ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সামর্থ্যের অভাবকে চিহ্নিত করেছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মধ্য দিয়ে আমেরিকামুখী মাদক পাচার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে বাংলাদেশের সরকার। আন্তর্জাতিক মাদক পাচার রোধে আমেরিকা যেসব দেশকে আর্থিক সাহায্য ও অন্যান্য সহযোগিতা দেয়, সেসব দেশের মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতির বিষয়ে প্রতি বছরই কংগ্রেসে উপস্থাপনের জন্য এ প্রতিবেদন তৈরি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক মাদকদ্রব্য ও আইন প্রয়োগ বিষয়ক ব্যুরো। দেশে মাদকের প্রবেশ রোধে সার্বিক ব্যর্থ পরিস্থিতির উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার গোল্ডেন ক্রিসেন্ট ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গল নামের মাদক পাচার পথ ধরে বাংলাদেশে আসা প্রচুর মাদকদ্রব্য আটক করেছে দেশটির আইন প্রয়োগকারী বাহিনী। প্রতিবেদনে জানানো হয়, গত বছর মেক্সিকোর বিভিন্ন মাদক পাচারকারী গ্রুপের কাছে বাংলাদেশ থেকে জাহাজযোগে পাচার হয়ে আসা মাদকের চালানের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমেরিকাকে সাহায্য করেছে বাংলাদেশ সরকার। প্রসঙ্গত, নিজস্ব উৎপাদনের বাইরে আমেরিকায় মাদক পাচার হয়ে আসে প্রধানত মেক্সিকো সীমান্ত পথে। বৈদেশিক সাহায্য আইনের আওতায় আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশকে মাদক নিয়ন্ত্রণে সহযোগিতা করে, বিনিময়ে মাদক পাচার বিষয়ে তথ্য নেয়।
Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper