জাতীয়

করোনার টিকা নিলেন তোফায়েল আহমেদ

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ কোভিড-১৯ প্রতিরোধী টিকা নিয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে টিকা নেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকা নেওয়ার পর তার কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি এবং তিনি সুস্থ আছেন।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ৯ সংগঠনের বিবৃতি

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। ৭ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এরমধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন, নারী ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫ জন।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২৮ ফেব্রুয়ারি

Back to top button