রিয়াদ, ২৬ ডিসেম্বর- হেরোইন পাচারের অভিযোগে গত দুই মাসে ১২ পাকিস্তান নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি আরব।
এর মাঝে বৃহস্পতিবার শিরশ্ছেদ করা হয় ইসমাইল খান নামের এক পাকিস্তান নাগরিকের। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রনালয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
এ বছর বিদেশীসহ প্রায় ৮৫ ব্যক্তির শিরশ্ছেদ করেছে সৌদি আরব। সারা বিশ্বে যে পরিমান অপরাধীর শিরশ্ছেদ হয় তার মধ্যে একটি বিশাল সংখ্যাই হচ্ছে সৌদি আরবের।
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরব গেল বছর ১৮ কেজি হেরোইন উদ্ধার করেছে। গত অক্টোবরে শেষ হয় ওই বছর।
সৌদি আরবে ধর্ষণ, খুন, ধর্ম ত্যাগ এবং ডাকাতির কারনে শিরশ্ছেদের বিধান রয়েছে। ইসলামী শারীয়াহ্ মোতাবেক আইন দ্বারা পরিচালিত হয় সৌদি আরবের আইন বিভাগ।