Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ , ৭ মাঘ ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (100 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ১২-২০-২০১৪

ফ্রান্সে মহান বিজয় দিবস পালিত

নুরুল ওয়াহিদ


ফ্রান্সে মহান বিজয় দিবস পালিত

প্যারিস, ২০ ডিসেম্বর-  যথাযোগ্য মর্যাদায় ফ্রান্সে পালিত হয়েছে মহান বিজয় দিবস। গত মঙ্গলবার দিনব্যাপী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় দিনব্যাপী তিন পর্বের অনুষ্ঠান মালার।

দূতাবাসের প্রথম সচিব কন্সিলোর পলিটিকাল মোহাম্মদ হজরত আলী খানের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাষ্টদূত মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী  ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শুনান যথাক্রমে রাষ্টদূত।

অনুষ্ঠানে এ সময় বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর ভাইস এডমিরাল (অব,) এম এ তাহের, দূতাবাসের কমার্শিয়াল কন্সিলোর ফিরোজ উদ্দিন, ফাস্ট সেক্রেটারি মিসেস আনিছা আমিন, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ সেলিম, ইয়থ ক্লাবের সাধারণ সম্পাদক টি এম রেজা, সেলিম চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি এম এ কাশেম, মুক্তিযোদ্ধা এনামুল হক, আব্দল্লাহ আল বাকী, মিজানুর রহমান মিন্টু , নজরুল ইসলাম, আলী হোসেন প্রমুখ।

দুপুর ২ টায় ফাস্ট সেক্রেটারি ফারহানা আহমেদ চৌধুরীর উপস্থাপনায় শুরু হয় নিরাপদ আবাসন ও দিনবদলের লক্ষ্য অর্জন বিষয়ক সেমিনার। এতে স্বাগত বক্তব্য দেন রাষ্টদূত এম শহীদুল ইসলাম। সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন দূতাবাসের প্রথম সচিব কন্সিলোর পলিটিকাল মোহাম্মদ হজরত আলী খান,কমার্শিয়াল কন্সিলোর ফিরোজ উদ্দিন, বাংলাদেশ বিজনেস কনসাল্টিংয়ের চেয়ারম্যান কাজী এনায়েত উল্লাহ, সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, প্যারিস ক্রিকেট ক্লাবের সভাপতি আজিজুর রহমান সুমন, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি ওয়াহিদ বার তাহের, সাধারণ সম্পাদক আবুল কাশেম, লেখক আমিনুল আল হাম ও বেনজির আহমদ সেলিম।

আলোচনা সভা শেষে আয়োজন করা হয়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের।এতে অংশগ্রহণ করেন দূতাবাসের কর্মকর্তা ও প্যারিসের শিল্পীরা।  আবৃতি করে শুনান কান্সিলোর হজরত আলী খান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংঘঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে উপভোগ করেন।

ফ্রান্স

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে