Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ , ৪ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-১৯-২০১৪

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করছে সরকার

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করছে সরকার

ঢাকা, ১৯ অক্টোবর- পাঠদানে দক্ষতা বৃদ্ধিসহ কোর্স কারিকুলামে আধুনিকায়নে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।

এজন্য ইতোমধ্যেই একটি একাডেমি করার উদ্যোগ নিচ্ছে সরকার। একাডেমি করার পরই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এ ব্যাবস্থা কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের জন্য পৃথক প্রশিক্ষণ ব্যবস্থা থাকলেও উচ্চশিক্ষা তথা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তবে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়। সীমিত পরিসরে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও প্রশিক্ষণ নেন।

জিটিআই’র পরিচালক ড. মাসুমা হাবিব বলেন, এখানে শিক্ষকদের টিচিং প্রশিক্ষণ, ডাটা ম্যানেজমেন্ট, প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়। এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেয়া শিক্ষকরা দেশে-বিদেশে ভাল করছে জানিয়ে তিনি বলেন, গুণগত মান উন্নয়ন করতে হলে অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যেমন প্রশিক্ষণ বাধ্যতামূলক নয়, তেমনি প্রশিক্ষণ থেকেও বঞ্চিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

সাম্প্রতিক সময়ে পাবলিক পরীক্ষায় পাসের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠার পর বিভিন্ন পদক্ষেপের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের চিন্তা করছে সরকার।

শিক্ষা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে