Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ , ১৩ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.4/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-১০-২০১৪

মদপানে প্রজননে অক্ষম হতে পারে পুরুষ

মদপানে প্রজননে অক্ষম হতে পারে পুরুষ

দৈনিক মোটে পাঁচ পেয়ালা মদ সন্তান প্রজননে অক্ষম করে তুলতে পারে পুরুষকে। এ তথ্য দিচ্ছে এক নয়া সমীক্ষা।

বিএমজে জার্নালে প্রকাশিত এক রিপোর্টে বলা হচ্ছে, দৈনিক অল্প মদ্যপান করলেও সন্তান প্রজননে অক্ষম হতে পারেন পুরুষ। ১৮ থেকে ২৮ বছর বয়সী মোট ১২শ জন পুরুষের নিয়ে করা এক সমীক্ষার ফলাফল দেখে তাজ্জব গবেষকরাও।

তারা বলছেন, যে পুরুষরা প্রতিদিন মদ খান, তাদের বীর্য নিম্নমানের হয়। ওই পুরুষদের রক্ত ও বীর্য পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা।

গবেষকরা বলেন, সুস্থ-সবল পুরুষদের জীবনে অভিশাপ ডেকে আনে অ্যালকোহল।

দেখা গেছে, যত কড়া পানীয় ঢোকে পুরুষ শরীরে, ততই কমতে থাকে তাদের বীর্যের প্রজনন ক্ষমতা।

 

সচেতনতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে