Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ , ১৭ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (28 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২৫-২০১২

দলে ফের পাকা হতে চান ইরফান

দলে ফের পাকা হতে চান ইরফান
মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার কোটায় ভারত দলে নিজেকে স্থায়ী করতে চান ইরফান পাঠান। গতকাল মিডিয়ার সঙ্গে কথায় এমন ইচ্ছা প্রকাশ করেন ভারতীয় এ তারকা। দলে এ পজিশনটাতে নিয়মিত ক্রিকেটারের অভাব বোধ করছেন স্বয়ং ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। আর নিজের ব্যাটিং বোলিং নিয়ে এ স্থান পূরণে নিজেকে যোগ্য মনে করছেন আত্মবিশ্বাসী ইরফান পাঠান। অবশ্য এমন আত্মবিশ্বাস এমনিতেই দেখাচ্ছেন তিনি তাও না। চলতি কমনওয়েলথ ব্যাংক ট্রাই সিরিজে ভারতের হয়ে এ পর্যন্ত  দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় এ অলরাউন্ডার। আর ব্যাটে-বলে এখানে ইরফানের নৈপুণ্য উজ্জ্বলই। ৬ উইকেট শিকারের সঙ্গে ব্যাটিংয়ে ৪৭ রানের এক চমৎকার ইনিংসও খেলেন ইরফান এ সুযোগে। গতকাল ইরফান বলেন, ‘বল হাতে প্রতিপক্ষ উইকেট তুলে নিতে আগ্রাসী থাকি আমি। আবার ব্যাট হাতে নিজেকে ব্যাটসম্যানই মনে করি। চেষ্টা থাকে যত বেশি রান তুলে নেয়ার। নেটে আমার অনুশীলন দেখলে আপনিও বুঝবেন ব্যাট-বল দুটোতেই আমি নিজেকে উন্নত করতে প্রতিনিয়ত পরিশ্রম করি। বলতে পারেন আমি ৬০ শতাংশ বোলার আর ৪০ শতাংশ ব্যাটসম্যান।’ চলতি ট্রাই সিরিজে প্রথম সুযোগে ইরফান ব্যাটিং করতে যান ৯ নম্বরে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৭ নম্বরে সুযোগ দেয়া হয় ইরফানকে। পরাজয়ের ওই ম্যাচে বিরাট কোহলির ৬৬ রানের পর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান তোলেন ইরফান পাঠান। ৩৪ বলে ৭ বাউন্ডারিতে। ১০ ওভার বল করে তুলে নেন ২ উইকেট। বিষয়টি নিয়ে পাঠান বলেন, ‘যে পজিশনেই ব্যাটিং পাই না কেন আমি তা উপভোগ করি।’ ভারত দলে উদ্ভাসিত অভিষেকই হয়েছিল ইরফান পাঠানের। যুব বিশ্বকাপ জয়ে ভারত দলের এ অধিনায়ক ব্যাট-বলে আসর সেরা নৈপুণ্য দেখিয়েই সিনিয়র দলে ঢুকেছিলেন। ইরফানের নৈপুণ্যে ভারতের জয়ে মনে রাখার মতো ম্যাচও আছে বেশ। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। তা মানছেন ইরফান নিজেও। বলেন, ‘বাস্তবতা মানতেই হবে আপনাকে। অতীত কীর্তি অতীতই। এ মুহূর্তে অশ্বিন অনেক ভাল ব্যাটিং করছে। টেস্ট সেঞ্চুরিও আছে তার। বাস্তব মেনে নিয়ে নিয়েই নিজের উন্নতি করার নিয়ম।’ ২০০৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে টেস্ট এবং ওয়ানডে অভিষেক পাঠানের। ভারতের হয়ে ২৯ টেস্টে ব্যাট হাতে এক সেঞ্চুরিতে ১১০৫ রান রয়েছে পাঠানের। একদিনের ক্রিকেটে সংগ্রহ ১৪৪৬। আর বল হাতে ১০০ টেস্ট উইকেটের পাশে ওয়ানডেতে পাঠানের  সংগ্রহ ১৬০ উইকেট।

ফুটবল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে