Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (210 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ১০-০৮-২০১৪

রাশিয়ায় ঈদ উদযাপিত

জামিল খান


রাশিয়ায় ঈদ উদযাপিত

মস্কো, ০৮ অক্টোবর- রাশিয়ায় ৪ অক্টোবর, শনিবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে। রুশ ভাষায় ঈদুল আজহাকে বলা হয় ‘কুরবান বাইরাম’। রাশিয়ার সব মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুসলমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাশিয়ার মুসলমান অধ্যুষিত প্রদেশগুলোতে ঈদ উপলক্ষে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

রাশিয়ার রাজধানী মস্কোয় বাস করেন অনেক বাংলাদেশি মুসলমান। তাঁরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন। স্থানীয় সময় সকাল আটটা ২০ মিনিটে মস্কোর কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মুসলমান এখানে ঈদের নামাজ আদায় করেন।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ান কেন্দ্রীয় মসজিদ থেকে সরাসরি ঈদের নামাজের দৃশ্য প্রচার করে। কেন্দ্রীয় মসজিদে স্থান সংকুলান না হওয়ায় নগর কর্তৃপক্ষ মস্কোর আরও দুটি পার্কে ঈদের নামাজের আয়োজন করে।

তিবারের মতো এবারও মস্কোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় ভেদেনখার কিরগিজ প্যাভিলিয়নে। সকাল নয়টায় ঈদের নামাজ পড়তে মস্কোর বিভিন্ন স্থান থেকে বাংলাদেশিরা ছুটে আসেন এখানে। জামাল উদ্দীন এতে ইমামতি করেন। মস্কোর বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা এখানে ঈদের নামাজ পড়েন।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের একাংশ বাংলাদেশ দূতাবাসে ঈদের নামাজ আদায় করেন। সকাল ১০টায় এখানে নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইউনুস আলী। রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও অনেক প্রবাসী এখানে ঈদের নামাজ পড়েন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

বাংলাদেশি যাঁরা পরিবারসহ মস্কোয় বাস করেন, তাঁরা অনেকই কোরবানি দিয়েছেন। মস্কো নগরের অভ্যন্তরে কোরবানি দেওয়া নিষিদ্ধ থাকায় নগরের বাইরের কসাইখানায় গিয়ে তাঁরা পশু কোরবানি দেন। এ জন্য আগে থেকেই সংশ্লিষ্ট কসাইখানায় ‘বুকিং’ দিতে হয়। ইউরোপের অন্যান্য দেশেও এভাবে বুকিং প্রথায় কোরবানি চালু রয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ায় প্রায় দুই কোটি মুসলমান বাস করেন। এর মধ্যে ২০ লাখ মুসলমান বাস করেন মস্কোতে। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়ে যাওয়া প্রজাতন্ত্রগুলোর অনেক মুসলমান রাশিয়ায় অভিবাসী হওয়ায় দেশটির মুসলমান জনসংখ্যা বৃদ্ধিতে লক্ষণীয় ভূমিকা রেখেছে।

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে