Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ৮ এপ্রিল, ২০২০ , ২৫ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 1.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-১৭-২০১২

শান্তি প্রতিষ্ঠার জন্য পুরস্কৃত জোলি

শান্তি প্রতিষ্ঠার জন্য পুরস্কৃত জোলি
ক্যামেরার পেছনেও নিজের দুর্দান্ত মেধার পরিচয় দেয়ায় এবং যুদ্ধবিধ্বস্ত বসনিয়ার আসল চিত্র বিশ্বের সামনে তুলে ধরায় আরো একটি বিশেষ সম্মানের ভূষিত করা হলো অ্যাঞ্জেলিনা জোলিকে। এবারের পুরস্কার তিনি পেলেন শান্তি প্রতিষ্ঠার জন্য।

 

জার্মানির বার্লিন শহরে চলতি বার্লিনাল উৎসবে মঙ্গলবার জোলিকে ‘সিনেমা ফর পিস’র পদক দিয়ে সম্মানিত করা হয়। তার পরিচালিত প্রথম ছবি ‘দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’র জন্য তার হাতে তুলে দেয় শান্তির প্রতীক হিসেবে এই পদকটি।

 

পদকটি নেয়ার সময় ছবির সব কলাকুশলী ছাড়াও জোলির সঙ্গে ছিলেন তার প্রেমিক অভিনেতা ব্র্যাড পিটও। প্রেমিকার এই অর্জনে তিনি মহা আনন্দিত এবং গর্বিত। ব্র্যাড বলেন, “আমি জোলির প্রতিটি বিষয়ের ওপর গর্ববোধ করি। আমি সত্যিই ভাগ্যবান জোলির মতো একজন সঙ্গীনি পেয়ে। আমার দেখা মেধাবী নারীদের মধ্যে জোলি সবার চেয়ে এগিয়ে, সবার সেরা।”

 

এই পদক গ্রহণের পরপরই জোলি এবং পিট উড়াল দেন বসনিয়ার উদ্দেশে। সেখানে সারাজিভো শহরে জোরির ছবির বিশেষ প্রদর্শনী হেব। যেখানে উপস্থিত থাকবে যুদ্ধে অংশ নেয়া হাজারো বসনিয়াবাসীরা।

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে