Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ , ২০ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (43 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১১-২০১৪

সৌদি আরবে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে ফেসবুক টুইটার

মোহাম্মদ আল-আমীন


সৌদি আরবে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে ফেসবুক টুইটার

রিয়াদ, ১১ জুলাই- আসছে নতুন শিক্ষাবর্ষ থেকে সৌদি আরবের মাধ্যমিক স্তরের শিক্ষাকার্যক্রমে যুক্ত হতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার।

স্থানীয় একটি পত্রিকার তথ্যমতে আগামী নতুন শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ের সাথে সঙ্গে ফেসবুক এবং টুইটার যুক্ত করতে ইতিমধ্যে ওয়েবসাইট ডিজাইন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও বছরে চারটি সেমিস্টারে সম্পন্ন হওয়া কারিকুলামে মেয়েদের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে পরিবার ও স্বাস্থ্য বিষয়ক একটি বিষয়।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হামাদ আল আশশেইখ বলেন, দুই বছর মেয়েদী এই প্রকল্প ধীরে ধীরে বাস্তবায়িত হবে। নতুন এই বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করণের অনুমোদন এবং তা বাস্তবায়নের জন্য একটা বাজেট বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম প্রর্যায়ের এই নতুন পাঠ্যক্রম শুধুমাত্র প্রধান প্রধান শহরে প্রয়োগ করা হবে। ইতিমধ্যে নতুন এই পাঠ্যক্রমের উপর ৪০জন শিক্ষককে একটি কর্মশালার মাধ্যমে প্রশিক্ষিত করা হয়েছে। শিক্ষার্থীদেরকে এই বিষয়ে ধারণা দিতে গত বছর শিক্ষার্থীদের মাঝে একটি পুস্তিকা বিতরণ করা হয়েছে বলেও জানান আশ শেইখ।

নতুন এই পাঠ্যবই শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, বিশ্বাস এবং দেশপ্রেমকে উন্নত করবে। এবং তাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি করবে যা কর্মজীবনের ক্ষেত্র প্রস্তুত করতে সাহায্য করবে।

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে