ঢাকা, ০৪ জুলাই- ফুটবল বিশ্বকাপের পরেই বাংলাদেশ-ভারতে আসছে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি৷ বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানায় আইসিসি৷ আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসছে একাদশ ক্রিকেট বিশ্বকাপের আসর৷
আইসিসি-র সদর দফতর দুবাই থেকে ১৯ জুলাই সুদৃশ্য ট্রফিটি আসবে ভারতে৷ থাকবে পাঁচ দিন ৷ অর্থাৎ ২৩ তারিখ পর্যন্ত৷ যদিও ট্রফিটির পরিক্রমা শুরু হবে ১৯৯৬-এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা থেকে৷ দুবাই থেকে ৪ জুলাই ট্রফিটি যাবে কলম্বো৷ সেখান থাকবে তিন দিন৷ ৬ জুলাই, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচের সময় ট্রফিটি রাখা থাকবে আর প্রেমাদাসা স্টেডিয়ামে৷ পরের দিন ট্রফিটি ফিরিয়ে আনা হবে দুবাইয়ে৷ সেখান থেকে আনা হবে গতবারের চ্যাম্পিয়ন ভারতে৷
এখান থেকে ট্রফিটি আসবে বাংলাদেশে৷ চার মাস ধরে ১২টি দেশ ঘুরে ৬ নভেম্বর মেলবোর্নে পৌঁছবে ট্রফিটি৷ তার পর শুরু হবে ১০০ দিনের কাউন্ট-ডাউন৷