ঢাকা, ২৮ জুন- ঢাকা ঘুরে গেলেন ভারতীয় স্যাটেলাইট কমেডি শো 'মীরাক্কেলে'র সঞ্চালক মীর আফসার আলী। রাজধানীর শুক্রাবাদে ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে ক্যানবিড স্কুল অ্যান্ড কমিউনিকেশন নামের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলাদেশ শাখা আয়োজিত সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে ঢাকায় আসেন তিনি।
বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানটির বিশেষ দূত হিসেবে বক্তব্য রাখেন মীর। পরদিন সকালেই তিনি কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন। এ প্রসঙ্গে মিরাক্কেলের অন্যতম প্রতিযোগী ইশতিয়াক নাসির বলেন, বৃহস্পতিবার বিকালে মীর ভাইয়ের সঙ্গে আমরা দারুণ আড্ডা দিয়েছি। এর আগেও তিনি গান কিংবা মীরাক্কেল শো'য়ের কাজে ঢাকায় এসেছেন। তবে এবারের ঢাকা সফরের কারণটা পুরোপুরি ভিন্ন। মীর ভাই জনসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষামূলক কর্মসূচিতেও অংশ নিয়ে থাকেন। তাই ক্যানবিড স্কুল অ্যান্ড কমিউনিকেশন নামের শিক্ষাপ্রতিষ্ঠানটির বিশেষ সেমিনারে অংশগ্রহণ করেছেন তিনি। এখানে তিনি শিক্ষামূলক বক্তৃতাই প্রদান করেছেন।
উল্লেখ্য, মীরের সঞ্চালিত মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৮ কিছুদিনের মধ্যেই ভারতের জি-বাংলায় প্রচার শুরু হবে। বর্তমানে এ কমেডি শো'য়ের অডিশন চলছে।