মানামা, ২৪ জুন- ২০ জুন ২০১৪ স্থানীয় সময় রাত ৯:১৫ মিনিটে বাহরাইনে বাংলাদেশীদের অহংকার রেজিস্টার কৃত সংগঠন বাংলাদেশ সোসাইটি এর এ,জি,এম ২০১৪-১৫ ওরিয়েন্টাল প্যালেস হোটেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । বিশিষ্ট রাজনীতিবিদ, অর্থনীতিক চিন্তাবিদ এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাঈদ, সভাপতি বাংলাদেশ সোসাইটি, বাহরাইন, প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শ্রী তপন চক্রবর্তী, প্রধান উপদেষ্টা বাংলাদেশ সোসাইটি । অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাজহারুল ইসলাম বাবু। বিশেষ অতিথি -মোঃ শাহাদাত হোসেন বাহার,মিঃ নয়েল- মার্কেটিং অফিসার জেইন বাহরাইন কোং। ট্রেজারার মাজহারুল হক নয়ন সংগঠনের ২০১৪-১৫ হিসাব বিবারনি উপস্থাপন করেন এবং সাধারন সম্পাদক ফুয়াদ তাহের শান্তানু হিসাব বিবারনির বিশদভাবে ব্যাখ্যা প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ।
লেডিস ফাস্ট রীতির ধারাবাহিকতায় তাদের উপস্থিতি ছিল চোখে দেখার মতো। এ ছাড়াও কচি সোনামণিদের কলকাকলিতে অনুষ্ঠানটি শেষপর্যন্ত এক মিলন মেলায় পরিনত হয়। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সুধীসমাজ, ব্যবসায়ী, পেশাজীবী, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনি বক্তব্যে নতুন সদস্যদের বরন করে বলেন তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তোমরাই পারবে সংগঠনের উত্তরোত্তর সাফল্য বয়ে আনতে। সব শেষে নৈশভোজের মাধ্যমেঅনুষ্ঠানের সমাপ্তি ঘটে।