Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৭ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.3/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-২২-২০১৪

মিশরে ব্রাদারহুডের ১৮০ জনের মৃত্যুদণ্ড

মিশরে ব্রাদারহুডের ১৮০ জনের মৃত্যুদণ্ড

কায়রো, ২২ জুন- মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ বাদাইসহ ১৮০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। মৃত্যুদণ্ড প্রাপ্ত সকলের বিরুদ্ধে সরকারি বাহিনীর ওপর হামলার অভিযোগ আনা হয়েছিল। গত মার্চ মাসেও একই অভিযোগে দলটির ৫২৯ জনকে একই আদালত মৃত্যুদণ্ড প্রদান করে।

গত বছরের ১৪ আগস্টে একটি পুলিস স্টেশনে হামলার ঘটনায় বাদাইকে গ্রেপ্তার করা হয়। ওই হামলায় এক পুলিশসহ দু’জন নিহত হয়েছিল। এর আগে মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির রাজধানী কায়রোতে মুরসি সমর্থকদের বিক্ষোভে পুলিশের হামলায় শত শত লোক প্রাণ হারায়।

মুসলিম ব্রাদারহুড নেতা সাবেক প্রেসিডেন্ট মুরসিও জেলে বন্দী রয়েছেন। তার বিরুদ্ধেও প্রতিপক্ষের সমর্থক হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ফিলিস্তিনের ইসলামপন্থী গ্রুপ হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

আফ্রিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে