Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ , ৬ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 2.6/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-১৮-২০১৪

ইরাকে বাংলাদেশিসহ ৬০ শ্রমিক অপহৃত

ইরাকে বাংলাদেশিসহ ৬০ শ্রমিক অপহৃত

বাগদাদ, ১৮ জুন- ইরাকের কিরকুক নগরী থেকে বাংলাদেশিসহ ৬০ জন বিদেশি নির্মাণ শ্রমিককে অপহরণ করা হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন।কিরকুকে একটি হাসপাতাল নির্মাণ করছিলেন ঐ শ্রমিকরা।

অপহৃতদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি শ্রমিক রয়েছে তা জানা যায়নি।তবে অপহৃতদের মধ্যে বাংলাদেশি শ্রমিক ছাড়াও পাকিস্তান, নেপাল ও তুরস্কের নাগরিকরা রয়েছেন বলে জানা গেছে।

তবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবরের সত্যতা স্বীকার করেনি।তুরস্কের মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি দূতাবাসের পক্ষ থেকে ক্ষতিয়ে দেখা হচ্ছে।
ইরাকে সুন্নি সম্প্রদায় ভিত্তিক ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লিভান্ট (আইএসআইএল) এর সদস্যরা গত এক সপ্তাহের বেশি সময় ধরে ইরাকের তিকরিত, কিরকুক ও মসুলসহ বেশ কয়েকটি শহর দখল করে নেয়। তারা এখন রাজধানী বাগদাদ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বার্তা সংস্থা এপি খবরে বলা হয়েছে,কিরকুক শহরের কাছে এই অপহরণের ঘটনা ঘটেছে। ওই স্থানে একটি হাসপাতালের জন্য ভবন নির্মাণের কাজ করছিলেন অপহৃত ব্যক্তিরা। অপহৃতদের মধ্যে ১৫ জন তুরস্কের নাগরিক রয়েছে বলে জানা গেছে।

এর আগে ইরাকের মসুল শহর থেকে ৫০ বাংলাদেশি শ্রমিকদের উদ্ধার করা হয় এবং তাদেরকে দেশে ফেরত পাঠানের কাজ চলছে।এদের কারোরই কাছে তাদের পাসপোর্ট পাওয়া যায়নি। নিয়মানুযায়ী শ্রমিকদের পাসপোর্ট তাদের  নিয়োগকর্তার কাছে জমা রাখতে হয়। জঙ্গিরা শহরটি দখল করার পর নিয়োগকর্তা শহর ছেড়ে পালিয়ে যায়।

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে