Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৬ জুন, ২০২০ , ২২ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 3.3/5 (30 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০৯-২০১৪

‘অতীতের ভুল থেকে শিক্ষা নেব’

‘অতীতের ভুল থেকে শিক্ষা নেব’

কায়রো, ০৯ জুন- মিশরের সাবেক সেনাপ্রধান আবদেল ফত্তাহ আল সিসি রোববার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর অতীতের ভুল শুধরে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
 
মিশরের নির্বাচনে ব্যাপক ভোটে জয়ী হওয়ার পর ৫৯ বছরের সিসিকে গত সপ্তাহে দেশের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। একতরফা ওই নির্বাচনে তিনি শতকরা ৯৬.৬ ভাগ ভোট পেয়েছিলেন। গণতান্তিকভাবে নির্বাচিত দেশের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যূত করার প্রায় এক বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
 
রোববার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিসি সর্ব্বোচ্চ সাংবিধানিক আদালতের সাধারণ সভায় চার বছরের জন্য মিশরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণ শেষে অভিষেক ভাষণে তিনি বলেন,‘ মিশরের জনতা দেশের আভ্যন্তরীণ ও পররাষ্ট্র সংক্রান্ত ঘটনাবলীয় সাক্ষী হয়ে আছে।এই জনতাকে সাক্ষী রেখে অঙ্গীকার করছি, অতীতে আমরা যেসব ভুল করেছি তা শুধরে নিব।’
 
তিনি আরো বলেন,‘ এখন দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার সময় এসেছে। আমাদের সততা ও মূল্যবোধের ভিত্তিতে দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে।’

প্রসঙ্গত, সিসি হলেন মিশরের ষষ্ঠ প্রেসিডেন্ট যিনি সেনাবাহিনী থেকে এসে দেশের প্রেসিডেন্ট হয়েছেন।

আফ্রিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে