Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ , ৬ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (50 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০৩-২০১৪

শুক্রবার মধ্যরাত থেকে দুবাইয়ে ২৪ ঘণ্টার জন্য সিগারেট বিক্রি বন্ধ

শুক্রবার মধ্যরাত থেকে দুবাইয়ে ২৪ ঘণ্টার জন্য সিগারেট বিক্রি বন্ধ

দুবাই, ০৩ জুন- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শনিবার (৩১ মে) বিশ্ব তামাক দিবস পালিত হবে।

এই দিবসটি উপলক্ষ্যে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত দুবাই পৌরসভা এলাকায় ২৪ ঘণ্টার জন্য তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধ করার উদ্যোগ নিয়েছে দুবাইয়ের প্রায় ৫০০টি দোকান মালিক কর্তৃপক্ষ।

বিগত ৫ বছর ধরে এই তামাক দিবস পালন করছে দুবাইবাসী। আর এবাই এ রকম একটি সিদ্ধান্ত নিলো দুবাইয়ের ব্যবসায়ীরা।

দুবাইয়ে জনস্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মার্বান আল মোহাম্মদ বলেন, প্রতি বছর প্রায় ৬ মিলিয়ন মানুষ তামাক সেবনে মারা যাচ্ছেন। আর এ জন্য আমরা এবার এই কর্মসূচি হাতে নিয়েছি।

জানা গেছে, সিগারেট বিক্রি বন্ধ থাকবে এমন কিছু তালিকাভুক্ত দোকানগুলো হচ্ছে- আমিরাত এনচ এবং এপ্পচ পেট্রোল স্টেশন, অধি পান্ডা, আল সাফীর, কাদলি, ছোট বন, ওয়াইত্রসে, কারেফোর, জুম, জিয়ান, ছইথ্রাম, লুলু, মায়া, জে - মার্ট, টাটকা প্লাস, তালাল, লিফচ, কে এম ট্রেডিং, বাক্বর মহাবি, শাক্লান, সূর্যোদয়, আকাশগঙ্গা, বাহ পিনয়, মাশ্চো, গ্র্যান্ড মার্ট, নিউ  সাফেরয্বায়, মেগামারত, তাবীর, শহরের দৃষ্টিকোন, থমসন, ওবফা আল মদীনার, মাস, এমারত এবং মাজেলান আল মদীনা, স্কি দুবাই, আমিরাত মল, দুবাই স্কাই ডাইভ এবং ভক্স সিনেমা।

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে