Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২৬ মে, ২০২০ , ১২ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 2.9/5 (60 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০২-২০১৪

বিরতির পর অভিনয়ে বেশ সচল নওশাবা

বিরতির পর অভিনয়ে বেশ সচল নওশাবা

নারায়ণগঞ্জ, ০২ জুন- ছোটপর্দার প্রিয়দর্শিনী মুখ নওশাবা। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা কর নিতে সক্ষম হয়েছিলেন। কিন্তু মাঝে বিরতির পর অভিনয়ে বেশ সচল হয়েছেন নওশাবা। বিশেষ করে আসছে ঈদের প্রায় একডজন নাটকে পাওয়া যাবে তাকে।

ঈদ উৎসবকে কেন্দ্র করে তৈরি প্রায় ছয়টি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন তিনি। আর এখন তিনি শুটিং প্রস্তুতি নিচ্ছেন ঈদের একটি বিশেষ ধারাবাহিকের।

সাত পর্বের এ নাটকে নওশাবার বিপরীতে অভিনয় করবেন অপূর্ব। সোহান খানের রচনায় এ নাটকের নাম ‘রিলেশন আজকাল’। এটি পরিচালনা করছেন দীন মোহাম্মদ মন্টু।

এ নাটকে নওশাবা-অপূর্ব ছাড়া আরও অভিনয় করবেন রহমত আলী, বন্যা মির্জা, শ্যামল মওলা, অবিদ রেহান, সোহান খান, সায়েম প্রমুখ। ‘রিলেশন আজকাল’ প্রসঙ্গে নওশাবা বলেন, ঈদে এখন পর্যন্ত এটাই আমার একমাত্র বিশেষ ধারাবাহিক। এশিয়ান টিভিতে আসছে ঈদে এটি প্রচার হবে।

নাটক

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে