সাতক্ষীরা, ২৮ মে- সাতক্ষীরার শ্যামনগরে কালিন্দি নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার কৈখালী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, উদ্ধার হওয়া লাশের হাত ও পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এছাড়া, তার হাতে শাঁখা ছিল।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আওয়াল লাশ উদ্ধারের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।