Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৫ এপ্রিল, ২০২০ , ২২ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 2.7/5 (27 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-০২-২০১২

বাংলাদেশের স্বশিক্ষিত উদ্ভাবকদের উদ্ভাবন প্রদর্শনী

বাংলাদেশের স্বশিক্ষিত উদ্ভাবকদের উদ্ভাবন প্রদর্শনী
আমাদের দেশে গ্রাম ও শহরে ছড়িয়ে-ছিটিয়ে আছে অনেক উদ্ভাবক। যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই; কিন্তু স্বীয় চেষ্টা এবং পরিপাশ্বর্িক থেকে সহায়তা নিয়ে নানা ধরনের প্রয়োজনীয় নতুন নতুন জিনিস উদ্ভাবন করেছেন। এসব জিনিসের মধ্যে আছে সোলার মোটরসাইকেল, সিএনজিচালিত সেচ পাম্প, অটো সেচ পাম্প, মোটরযান চুরিরোধক যন্ত্র, পেটের গ্যাস পরিমাপক যন্ত্র গ্যাস্ট্রোমিটার, ধানঝাড়ার মেশিন, ব্যাটারিচালিত ইজিবাইক, জলে ও স্থলে চলার উপযোগী উভচর যান, রোড হারমোনিয়াম বিদ্যুৎ, ইলেকট্রিক বাইসাইকেল, অটো নারিকেল কুরানি, জৈব কীটনাশক, ফিশ ফিল্ড হসপিটাল, কৃষি যন্ত্রপাতিসহ আরো নানা উদ্ভাবন। আরো পৃষ্ঠপোষকতা এবং প্রচার পেলে তাদের উদ্ভাবন দেশে পরিচিতি পাবে এবং দেশের মানুষ দেশি পণ্য ব্যবহারে উৎসাহী হবে। এসব কর্মঠ এবং সশিক্ষিত উদ্ভাবকের কাজে উৎসাহ জোগাতে দ্বিতীয়বারের মতো বিজ্ঞান সংস্থা ডিসকাশন প্রজেক্ট (িি.িফরংপঁংংরড়হঢ়ৎড়লবপঃনফ.ড়ৎম) এবং জনবিজ্ঞান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী ২৭-২৮ জানুয়ারি ফার্মগেটের কাছে বার্ক মিলনায়তনে উদ্ভাবন মেলা ২০১২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাদের উদ্ভাবনের উৎকর্ষ সাধন, মেধাস্বত্ব লাভ ও বিপণন সুবিধা অর্জনের লক্ষ্যে উদ্ভাবন মেলার আয়োজন করা হচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিল্প মন্ত্রী দীলিপ বড়ুয়া ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মেলায় উপস্থিত থাকবেন। উদ্ভাবকদের উদ্ভাবনের পাশাপাশি দুদিনে দুটি সেমিনারের আয়োজন করা হবে। প্রথম দিনের সেমিনারের সম্ভাব্য বিষয়বস্তু হচ্ছে বিদ্যমান আইন, পেটেন্ট ও সশিক্ষিত উদ্ভাবকদের সমস্যা এবং জাতীয় অর্থনীতিতে এসব উদ্ভাবকের অবদান। দ্বিতীয় দিনের সেমিনারের সম্ভাব্য বিষয়বস্তু ১. বিজ্ঞান জনপ্রিয়করণ : প্রতিবন্ধকতা ও সম্ভাবনা, ২. যুক্তিবাদী সমাজ গঠনে বিজ্ঞানের ভূমিকা। সেমিনারে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব নজরুল ইসলাম, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, পদার্থবিজ্ঞানী ড. আলী আসগর, দ্বিজেন শর্মা প্রমুখ। শিল্প উদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহী এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম উপস্থিত থাকবেন। এ মেলার মাধ্যমে তাদের উদ্ভাবন দেশে পরিচিত হয়ে উঠুক।

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে