Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ , ৬ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (34 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-০১-২০১২

টোকিওতে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা

টোকিওতে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা
রবিবার ২৯শে জানুয়ারী টোকিওর কিতা ক্যু-স্থ আকাবানে কিতা ক্যুমিন সেন্টারে জাপানে বসবাসরত বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের লোকদের সংগঠন ’সার্বজনীন পূজা কমিটি, জাপান’ এবছর ১৭ বারের মত সরস্বতী পূজার আয়োজন করে।
সকাল এগারটা থেকে সন্ধা ৬টা পর্যন্ত পূজার এই অনুষ্ঠানকে বিভিন্ন পর্বে ভাগ করা হয়। এতে ছিল অনজলি, প্রসাদ ও ভোগ বিতরণ, আরতী এবং ভক্তি মূলক সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিষ্টার ও চার্জ দ্য এ্যাফেয়ার্স শ্রী জীবন রনজন মজুমদার এর পরিবর্তে কমার্শিয়াল কাউন্সিলর মিঃ রাশিদুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ড: কিশোর কান্তি বিশ্বাস, সংগঠনের সভাপতি সুখেন ব্রম্ম, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব মল্লীক।


এবারের সরস্বতী পূজা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ দিক ছিল দুটি শিশু ডিবেশ দত্ত ইমন, নৈপুন্য সেন ও গীতি আনুষ্ঠানিক ভাবে হাতে খড়ি নেয়।
সবশেষে টোকিওতে বাংগালীদের প্রিয় সাংস্কৃতিক সংগঠন, উত্তরণ শিল্পি গোষ্ঠি ভক্তিমূলক গান পরিবেশন করে। এতে যারা গান গেয়েছেন তারা হলেন যেরম গমেজ, বাচ্চু. খন্দকার রতন, জলি, জাফরিন, সোহেল জায়েদী প্রমূখ। বাদ্যে ছিলেন এন্দো চিজিরো, নাজিম উদ্দিন, শাহীন ও জাহিদ চৌধুরী। এছাড়া অতিথি শিল্পি হিসাবে সংগীত পরিবেশন করেন দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারী বেবী রানী কর্মকার (লেবার মিনিস্ট্রি)।
অনুষ্টানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, আনচলিক নেতৃবৃন্দ সহ প্রায় দুইশ লোকের উপস্থিতি ছিল।

জাপান

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে