Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০ , ২০ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 2.8/5 (29 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-০৪-২০১১

সেই লি না এখন...

সেই লি না এখন...
কত দ্রুতই বদলে যায় সবকিছু! দুদিন আগেও ছিলেন চীনাদের রানি, সেই লি না-ই এখন সমালোচনায় ক্ষতবিক্ষত।
শুধু প্রথম চীনা নয়, প্রথম এশিয়ান হিসেবেই গ্র্যান্ড স্লাম একক জয়ী তিনি। ফ্রেঞ্চ ওপেনে জিতে জায়গা করে নেন চীনাদের হূদয়ে, ২০০৪ অলিম্পিক সোনাজয়ী লিউ শিয়াংয়ের পাশে। রোলাঁ গাঁরোর কীর্তির পর পরশু যখন লি না নামেন চীনের মাটিতে প্রথম খেলতে, দেশবাসীর প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু সেই প্রত্যাশা মাটিতে মিশে গেছে অখ্যাত মনিকা নিকুলেস্কুর কাছে লির প্রথম রাউন্ডেই পরাজয়ে!
বিশ্বের ৫৮ নম্বর খেলোয়াড় নিকুলেস্কু রোমানিয়ায় কতটা বাহবা পাচ্ছেন সেটা পরের কথা। তবে লি দিশেহারা সমালোচনার তোপে। গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ?লির পারফরম্যান্সে ক্ষুব্ধ সবাই।
ফ্রেঞ্চ ওপেন জয়ের সুবাদে একের পর এক বিজ্ঞাপন চুক্তি করেছেন। মার্সিডিস বেঞ্জ গাড়ি, রোলেক্স ঘড়ি, আইসক্রিম হাজেন-ডাজ?এমনকি ক্রীড়াদৈত্য নাইকির চীনা দূত হয়ে কামিয়েছেন কোটি কোটি ডলার। অনেকেই বলছেন, চুক্তির পেছনে ছুটে লি অনুশীলনে সময় দিতে পারেননি। সিকিউনিউজ ডট কম যেমন শিরোনাম করেছে, ?লি না: বিশ্ব টেনিস তারকা নাকি ফ্যাশন দুনিয়ার বিশেষজ্ঞ??
একজন ব্লগারের বিদ্রূপ, ?এতে বিস্ময়ের কিছু নেই। ওটাই বরং বিস্ময়ের, যেটি সে আগে জিতেছে।? চীনা ভাষায় একজন টুইট করেছেন, ?আমার আর উৎসাহ নেই। লি প্রায় শেষের পথে। কতগুলো বিজ্ঞাপনী চুক্তি! হয়তো সে আর কোনো ম্যাচই জিততে পারবে না।?
তবে লি নিজেও নিজেকে হারিয়ে খুঁজছেন, ?আমি সব আত্মবিশ্বাসই হারিয়ে ফেলেছি। জানি না কী করব।? বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাঁর পেছনে এত এত টাকা ঢেলেছে। এভাবে হারলে তো তাদের ক্ষতি! ২৯ বছর বয়সী লিও তাই ক্ষমা চেয়ে নিয়েছেন।

ফুটবল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে