Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ , ৩ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (99 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৫-২১-২০১৪

প্রথম আলো সম্পাদককে ক্ষমা চাইতে দুইদিনের আল্টিমেটাম

প্রথম আলো সম্পাদককে ক্ষমা চাইতে দুইদিনের আল্টিমেটাম

ঢাকা, ২১ মে- নরেন্দ্র মোদী এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ নিয়ে বির্তকিত সংবাদ প্রকাশ করায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে দুইদিনের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘টিএসসির সকল সাংস্কৃতিক সংগঠন’-এর ব্যানারে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রথম আলো ‘বদলে যাও বদলে দাও’ স্লোগান নিয়ে বাংলাদেশের ইতিহাসকে বদলে দেওয়ার কাজে নেমেছে। তার অংশ হিসেবে তিরিশ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তান যুদ্ধ’ হিসেবে বিকৃত ইতিহাস পরিবেশন করেছে।

১৭ মে প্রথম আলো পত্রিকার সাত নম্বর পৃষ্ঠায় ‘চা-বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে নরেন্দ্র্র মোদি সম্পর্কে বলা হয়েছে, তিনি ‘আরএসএসের প্রচারক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর’। ওইদিন কোনো তথ্যসূত্র উল্লেখ করা না হলেও পরদিন দেওয়া ব্যাখ্যায় প্রথম আলো প্রতিবেদনটির তথ্যের উৎস হিসেবে উল্লেখ করে বার্তা সংস্থা আইএএনএস-কে। তাই প্রতিবেদনে সূত্রের তথ্য হুবহু রাখা হয়েছে বলে ওই ব্যাখ্যায় বলা হয়।

ওই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকালের প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। শিক্ষার্থীরা ‘প্রথম আলো দিনবদলের কথা বলে ইতিহাস বদলে ফেলেছে’, ‘ভারত-পাকি যুদ্ধ কেন? মতি তুমি জবাব দাও’, ‘ইতিহাস বিকৃতির দায়ে মতিউর রহমানকে গ্রেফতার কর’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে বক্তব্য দেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি শামীমা আক্তার জাহান পপি, সাধারণ সম্পাদক শোয়াইব আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ সভাপতি রিয়াজুল হক রাজু, সাধারণ সম্পাদক নাবিল আল জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি সভাপতি মহসীন আলী, স্লোগান ’৭১ সভাপতি ভূঁইয়া মোহাম্মদ ফয়জুল্লাহ, ঢাবি সাইক্লিং ক্লাব সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

মিডিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে