Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ , ৮ মাঘ ১৪২৬

গড় রেটিং: 2.3/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-৩১-২০১২

প্রবাসী বাংলাদেশীদের জন্য বাংলাদেশ ব্যাংক বন্ড ছেড়েছে

ফয়সাল ওয়াহিদ


প্রবাসী বাংলাদেশীদের জন্য বাংলাদেশ ব্যাংক বন্ড ছেড়েছে
নিরাপদ বিনিয়োগের লক্ষে বাংলাদেশ বাংক প্রবাসীদের আহবান করছে তিন বছর ও পাঁচ বছর মেয়াদী বন্ড কেনার জন্যে। প্রবাসীদের বিনিয়োগের লক্ষে বাংলাদেশ ব্যাংক দুটি ভিন্ন ভিন্ন সুবিধা সম্বলিত বন্ড বাজারে ছেড়েছে। আগ্রহী প্রবাসীরা এই বন্ড ক্রয় করার মাধ্যমে মুনাফা করতে পারেন এবং একটি নির্দিষ্ট অংকের বিনিয়োগের মাধম্যে সিআইপি সুবিধাও উপভোগ করতে পারবেন। ব্যাংকের এই ইউআরএলটি ভিজিট করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 
তিন বছর ও পাঁচ বছর মেয়াদী বন্ডের সুবিধাগুলি:

তিন বছর মেয়াদী ইউএস ডলার প্রিমিয়াম বন্ড

এ বন্ড ইউএস ডলার ৫০০, ১০০০, ৫০০০, ১০০০০ এবং ৫০০০০ মূল্যে ক্রয় করা যাবে।
    বিনিয়োগকৃত মূল অর্থ বাংলাদেশী মুদ্রায় বা মার্কিন ডলারে প্রদানের সুবিধা রয়েছে।
    লাভ এবং অন্যান্য সুবিধাদি বাংলাদেশী মুদ্রায় প্রদান করা হবে।
    মেয়াদ পূর্ণ হলে শতকরা ৭.৫০ টাকা হারে মুনাফা পাওয়া যাবে।
    এছাড়াও মেয়াদপূর্তির আগে ভাঙলে প্রথম বছরে শতকরা ৬.৫০ টাকা ও দ্বিতীয় বছরে ৭.০০ টাকা হারে মুনাফা পাওয়া যাবে।
    ১০০০০ ডলার অথবা এর অধিক মূলের বিনিয়োগের ক্ষেত্রে রয়েছে মৃত্যুঝুঁকির সুবিধা।
    ১০ লক্ষ ডলার বিনিয়োগ করলেই পাওয়া যাবে সিআইপি সুবিধা।
    এ বন্ডে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের সুবিধা রয়েছে।
    তিন বছর মেয়াদী এ বন্ডের মুনাফা সম্পূর্ণ আয়কর মুক্ত।

পাঁচ বছর মেয়াদী ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড

    এ বন্ড ২৫০০০, ৫০০০০ এবং ১০০০০০ টাকা মূল্যে ক্রয় করা যাবে।
    মেয়াদ পূর্ণ হলে শতকরা ১১.৮০ টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এছাড়াও মেয়াদপূর্তির আগে ভাঙলে পাওয়া যাবে বিভিন্ন সময়সীমার জন্য নির্ধারিত হারে মুনাফা।
    বৈদেশিক মুদ্রা হিসাবের (F/C Account) মাধ্যমে বিদেশ থেকে অর্থ পাঠিয়ে প্রবাসী বাংলাদেশী নাগরিকগন নিজ নামে অথবা দেশে তাঁর মনোনীত যে কোন প্রতিনিধির নামে এ বন্ড ক্রয় করতে পারবেন।
    ২৫০০০ টাকা অথবা এর অধিক মূল্যের বিনিয়োগের ক্ষেত্রে রয়েছে মৃত্যুঝুঁকির সুবিধা।
    এ বন্ড ভাঙানো না হলে স্বয়ংক্রিয়ভাবে ৫ বছরের অথবা পরবর্তী যে কোন মেয়াদের জন্য পুনরায় বিনিয়োগযোগ্য হবে।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে