Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ , ২৬ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (72 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-১৯-২০১৪

সিরিয়া যুদ্ধে মৃতের সংখ্যা ১লাখ ৬২ হাজার

সিরিয়া যুদ্ধে মৃতের সংখ্যা ১লাখ ৬২ হাজার

দামেস্ক, ১৯ মে- ২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া সিরিয়া যুদ্ধে এপর্যন্ত ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

সোমবার ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রকাশিত এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটির কাছে এ যুদ্ধে ১ লাখ ৬২ হাজার ৪০২ জনের মৃত্যুর তথ্য-প্রমাণ রয়েছে। নিহতদের মধ্যে ৫৩ হাজার ৯৭৮ জন বেসামরিক লোক যাদের মধ্যে রয়েছে ৮ হাজার ৬০৭টি শিশু।

মানবাধিকার সংস্থাটি জানায়, এ যুদ্ধে আলকায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট এবং ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ট বা আইএসআইএল-এর মতো জিহাদি সংগঠনগুলোর ১৩ হাজার ৫শতাধিক যোদ্ধাসহ বিরোধী সশস্ত্র বাহিনীগুলোর ৪২ হাজার ৭‘শ ১ সদস্য নিহত হয়েছে।

নতুন করে নিহতদের যে সংখ্যা প্রকাশিত হয়েছে তাদের মধ্যে ৬১ হাজার ১‘শ ৭০ সরকারি বাহিনীর সদস্য। এদের ৩৭ হাজার ৬৮৫ জন সামরিক বাহিনীর সদস্য এবং ২৩ হাজার ৪৮৫ জন সরকারপন্থী মিলিশিয়া বাহিনীর সদস্য।

নিহতদের মধ্যে ২ হাজার ৮৯১ জনের পরিচয় জানা যায়নি। এপ্রিলের শুরুতে সংস্থাটি দেড় লাখের কিছু বেশি লোক নিহত হওয়ার কথা জানিয়েছিল।

সিরিয়ায় চলমান এ সংঘাতে দেশটির প্রায় অর্ধেকের বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছে।

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে