ম্যানিলা, ১৬ মে- দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান আইসিটিএসআই ফিলিপাইন ওপেনে দারুন শুরু করেছেন। পারের চেয়ে ৬ শট কম খেলে লিডারবোর্ডে মার্কিন গলফার চ্যান কিমের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি।
এ টুর্নামেন্টে বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন মোল্যাও অংশ নিচ্ছেন। সিদ্দিকুরের মতো জামাল ভালো পারফরমেন্স দেখাতে পারেননি। ওপেনিং রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি নিয়ে (৭৫ শট) যৌথভাবে ৫৬তম অবস্থানে রয়েছেন তিনি।
এর আগেও দুই মৌসুমে ওয়াক ওয়াক কোর্সে খেলেছেন সিদ্দিকুর। কিন্তু এবারের মতো এতটা ভালো খেলতে হয়নি আগেকার কোনো রাউন্ডেই। চ্যালেঞ্জিং ‘এ’ কোর্সে ২০১১ সালের ফিলিপাইন ওপেনে এক রাউন্ডে ৭১ শট খেলেছিলেন। যেটাই সবচেয়ে ভালো পারফরমেন্স ছিল ইউরোশিয়া কাপে অংশ নেওয়া এ বাংলাদেশি তারকার।