লক্ষ্মীপুর, ১৪ মে- লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মশারি জাল দিয়ে ধরা প্রায় পাঁচ লাখ গলদা চিংড়ির পোনা আটক করে অবমুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে কমলনগর উপজেলায় মেঘনা নদীর লুধূয়া ও কটোরিয়া মাছ ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ এলাহী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০টি মশারি জাল ও একটি বাঁধা জাল জব্দ করে অগ্নি সংযোগ করেন এবং আটক চিংড়ির পোনা নদীতে অবমুক্ত করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মেঘনা নদীতে জেলেরা বাঁধা জাল দিয়ে ইলিশের পোনা ও মশারি জাল দিয়ে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস করছে। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত নদীতে অভিযান চালায়।
অভিযানে একটি বাঁধা জাল ও ৫০টি মশারি জাল জব্দ করা হয়। এ সময় মশারি জাল দিয়ে ধরা ৩০টি পাতিল ভর্তি প্রায় ৫লাখ গলদা চিংড়ির পোনা উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়।
অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে আটক জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং নদীর পাড়ে জেলেদের অস্থায়ী স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানান, ইলিশের পোনা ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ রক্ষায় মেঘনা নদী উপকূলে এমন অভিযান অব্যাহত থাকবে।
পুড়িয়ে ধ্বংস করা জালের মূল্য প্রায় দুই লাখ টাকা এবং অবমুক্ত চিংড়ির পোনা প্রায় পঁচিশ লাখ টাকা বলে ওই কর্মকর্তা জানান।