নরসিংদী, ১৪ মে- নরসিংদী শহরের প্রধান সড়ক দিয়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ট্রাকে করে বালু পরিবহনের কারণে ধুলো-বালি কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের মানুষ।
বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের সাটিরপাড়া সড়কে মানববন্ধন করে।
এ সময় এক ঘণ্টা সব ধরনের যান চলাচলও বন্ধ থাকে।
নরসিংদী নাগরিক অধিকার আন্দোলন কমিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ গ্রহণ করে নরসিংদীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহ্বায়ক ও নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি খবিরুল ইসলাম বাবুল, নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম সাহা, সাবেক ছাত্র নেতা ভিপি ইলিয়াছ আলী ভুঞা, নরসিংদী পৌর সভার কাউন্সিলর মোজাম্মেল হক সরকার, মহিলা কাউন্সিলর ইয়াসমিন সুলতানা, ব্যবসায়ী জামাল মিয়া ও বাছেদ ভূইয়াসহ আরো অনেকে।
পথসভায় নরসিংদী নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহ্বায়ক খবিরুল ইসলাম বাবুল বলেন, শহরের এই প্রধান সড়কটি দিয়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত বালু পরিবহনের ফলে ধুলো-বালির কারণে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা শ্বাসকষ্ট জানিত বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে।
তিনি আরো বলেন, আগামী সাত দিনের মধ্যে শহরের প্রধান সড়ক দিয়ে বালু পরিবহন বন্ধ করা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। জনগুরুত্বপূর্ণ এই সমস্যার স্থায়ী সমাধানে নরসিংদী নাগরিক অধিকার আন্দোলন কমিটির পক্ষ থেকে প্রশাসনের সর্বস্তরের সহায়তা কামনা করা হয়।