বরিশাল, ১৩ মে- বরিশাল নগরীর পলাশপুরে বাবা-মায়ের নির্যাতনে সিয়াম (৬) নামে একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম স্থানীয় এনায়েত উল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশু সিয়ামকে নিয়ে স্থানীয় হারুন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন রং মিস্ত্রী রিপন হাওলাদার ও তার স্ত্রী লিপি বেগম। নানা অযুহাতে সিয়ামকে প্রায় প্রতিদিনই মারধর করতেন লিপি ও রিপন।
সোমবার রাতেও সিয়ামকে বেধড়ক মারধর করে তার গলা টিপে ধরেন লিপি বেগম। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে লিপি বেগমের চিৎকার শুনে তারা ছুটে গিয়ে সিয়ামের মৃতদেহ দেখতে পান।
পুলিশকে খবর দেওয়ার আগেই রিপন-লিপি দম্পতি কাউকে কিছু না জানিয়ে তড়িঘড়ি করে সিয়ামের লাশ নিয়ে যায় গ্রামের বাড়ি সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে।
এ সব অভিযোগ অস্বীকার করে সিয়ামের বাবা রিপন হাওলাদার বলেন, পড়াশুনা বাদ দিয়ে দুষ্টুমি করলে ওর মা মাঝে মাঝে চড়থাপ্পড় দিতো। আর কাজের কারণে দিনের বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকায় এর বেশি কিছু আমি জানিনা।
এদিকে, লিপি বেগমের দাবি, তিনি সিয়ামকে মারধর করেন নি। রাতে কাটা চামচ দিয়ে তাল খাওয়ার সময় মুখে আঘাত পায় সিয়াম। সকালে অসুস্থ হওয়ার পরপরই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, তিনি বর্তমানে চরবাড়িয়ার মুকুন্দপুর গ্রামে অবস্থান করছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।