Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ , ২৮ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 2.7/5 (39 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-১৩-২০১৪

আপনার পোষা কুকুরটি কী বলতে চাইছে জানতে চান?

প্রতিটা প্রাণীরই কিছু যোগাযোগ করার অঙ্গভঙ্গি রয়েছে। কুকুর যে একটি প্রভুভক্ত প্রাণী এটা আমরা সবাই জানি। দেশী হোক বা বিদেশী হোক আমরা অনেকেই বাসায় কুকুর পালন করে থাকি সেটা । খুব সহজেই কুকুর আপনার প্রভুত্ব মেনে নেবে। একটা নাম ধরে ডাকলে সে আপনার ডাকের সাড়া দেবে। তবে খেয়াল করে দেখবেন কুকুর এমন কিছু অঙ্গভঙ্গি করে যেগুলো অর্থপূর্ণ। আসুন এমন কিছু শারীরিক ভঙ্গির সাথে পরিচিত হই, যেগুলো লক্ষ্য করলেই বুঝবেন আদরের কুকুরটি কী বলতে চায় আপনাকে!

আপনার পোষা কুকুরটি কী বলতে চাইছে জানতে চান?

১. সন্দেহপ্রবণ দৃষ্টি :
কুকুর কোনো প্রাণী যেমন বিড়াল বা ইঁদুরের সাথে খেলতে বেশ পছন্দ করে। এজন্য দেখা যায় যে বাসায় যদি কোনো ইঁদুর বা বিড়াল থাকে তাহলে অযথা সে তাদেও বিরক্ত করে বেড়াবে। এক্ষেত্রে তার দৃষ্টি থাকবে অনেকটা সন্দেহপ্রবণ। সে সবসময় সতর্ক হয়ে খুঁজে বেড়ায় যে পাজি বিড়াল বা ইঁদুরটা কোথায় গেল, আবার কখন আসবে।

২. গা ঘেঁষা স্বভাব :
আপনার কুকুরটি যদি আপনার গা ঘেঁষে বসে বা দাঁড়ায় তাহলে ভাববেন সে আপনার আদর চাইছে। খুবই মায়া মায়া দৃষ্টি নিয়ে সে আপনার গা ঘেঁষতে থাকবে। এক্ষেত্রে সে আদরের জন্য একটু পর পর চোখ বন্ধ করতে থাকবে। এমন আচরণ করলে আপনি বুঝে ফেলবেন যে সে আপনার আদরের জন্য অপেক্ষা করছে।

৩. দুই পা সামনে এগিয়ে দিয়ে বসা :
আপনার কুকুরটি যদি সামনে দুই পা দিয়ে বসে তাহলে ভাববেন যে আপনার পোষা প্রাণীটি আপনার সাথে কথা বলতে চাইছে বা কিছু খাবার খেতে চাইছে। এজন্য চাইলে আপনি আপনার পোষা প্রাণীটির চাহিদা পূরণ করতে পারেন।

৪. লেজ নাড়ানো :
আপনার পোষা কুকুরছানাটি যদি লেজ নাড়াতে থাকে তাহলে ভাববেন সে আপনার সাথে একটু আহলাদ করতে চাইছে। একটু আদর চাইছে।

৫. দুই পা উপরে তোলা :
কুকুরটি যদি দুই পা উপরে তুলে পেছনের দুই পায়ে দাঁড়িয়ে থাকে তাহলে ভাববেন সে আপনাকে মজার কিছু খেলা দেখিয়ে খুশি করতে চাইছে।

৬. মাটিতে গড়াগড়ি :
মাঝে মাঝেই কুকুরটিকে মাটিতে গড়াগড়ি খেতে দেখা যায়। এতে বুঝতে হবে সে তার শারীরিক উত্তেজনায় এমন করছে বা অতিরিক্ত গরমে এমনটি করছে।

৭. ডেকে ওঠা :
রাতের বেলা বা অন্য যেকোনো সময়ে আপনার পোষা প্রাণীটি যদি হঠাৎ করেই জোরে ডেকে ওঠে তাহলে বুঝবেন আপনার বাড়িতে অপরিচিত কেউ এসেছে। অপরিচিত কেউ এলেই কুকুর বাড়ির মানুষকে এভাবে সতর্ক করে দেয়।

৮. পিছে পিছে দৌড়ানো :
ধরুন আপনি কোথাও যাচ্ছেন। সে সময় কুকুরটি যদি আপনার পিছে পিছে দৌড়াতে থাকে তাহলে ভাববেন সে আপনাকে ছেড়ে থাকতে চাইছে না। আপনার কাছে থাকতে চাইছে।

৯. কান উঁচু করা :
আপনার কুকুরটি যদি কান উঁচু করে থাকে তাহলে ভাববেন যে সে কিছু শোনার চেষ্টা করছে এবং হয়ত কোনো বিপদের সংকেত পাচ্ছে।

 

জানা-অজানা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে