Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৬ জুন, ২০২০ , ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 3.6/5 (43 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৫-১২-২০১৪

যুক্তরাজ্য বিএনপি নেতাকে উদ্ধারের দাবিতে মিছিল

যুক্তরাজ্য বিএনপি নেতাকে উদ্ধারের দাবিতে মিছিল

সিলেট, ১২ মে- বিএনপি যুক্তরাজ্য শাখার উপদেষ্টা সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি বর্তমান আহবায়ক কমিটির সদস্য বৃটিশ নাগরিক মুজিবুর রহমান মুজিবকে গুম করার প্রতিবাদে এবং অনতিবিলম্বে তাকে খোঁজে বের করে দেওয়ার দাবীতে বিএনপি সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার সিলেট কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম. নুরুল হক। সভাপতির বক্তব্যে এডভোকেট এম. নুরুল হক বলেন, সরকারের বিশেষ বাহিনী দ্বারা বাংলাদেশে একের পর এক গুম, গুপ্ত হত্যা ও বিচার বহির্ভূত হত্যাকান্ড চলছে। দেশে কোন সরকার আছে কিনা বুঝা যাচ্ছেনা। দেশে চরম মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আইনের শাসন বলতে কিছু নেই। মানুষের জান ও মালের বিন্দুমাত্র নিরাপত্তা নেই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, বাংলাদেশ বিশ্ব দরবারে এক আতংকিত রাষ্ট্রে পরিনত হয়েছে। গণ-মানুষের মনে চরম আতংক বিরাজ করছে। এ অবস্থা চলতে পারেনা। তিনি আগামী ৭দিনের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবকে তার পরিবারের সদস্যদের নিকট ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান।

অন্যথায় তীব্র আন্দোলনের মাধ্যমে আমরা নিখোঁজ বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবকে বের করতে বাধ্য হবো। এছাড়াও তিনি নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীর সন্ধান দাবী করেছেন। সভা পরিচালনা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান। বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল গফ্‌ফার, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, আলী আহমদ, এমরান আহমদ চৌধুরী, আলহাজ্ব শেখ মখন মিয়া, এডভোকেট আশিক উদ্দিন আশুক, ফখরুল ইসলাম ফারুক, ইকবাল বাহার চৌধুরী, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট শামীম সিদ্দিকী, শাহ্‌ জামাল নুরুল হুদা, আব্দুস শহিদ চেয়ারম্যান, এ. কে. এম. তারেক কালাম, মামুনুর রশিদ মামুন, কাজী মুহিবুর রহমান, নাজিম উদ্দিন লস্কর, কামরুল হাসান শাহীন, হাজী শাহাবুদ্দিন, আব্দুল আহাদ খান জামাল, সিদ্দিকুর রহমান পাপলু, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট আবু তাহের, রায়হান আহমদ, ফয়জুল কয়েছ, মঞ্জুর কাদির সাফি, জাকির হোসেন, আব্দুল গফ্‌ফার, আব্দুল মজিদ, মওদুদ আহমদ, আব্দুল ওয়াহিদ সোহেল, শামীম আহমদ, কুহিনুর আহমদ, এডভোকেট ফখরুল হক, আব্দুল জলিল, লোকমান আহমদ তালুকদার, সালেহ আহমদ খান, আলী আহমদ হিরা, কামাল হোসেন লীলু, ফয়জুল ইসলাম পীর, কামরুজ্জামান দিপু, ফখরুল ইসলাম রাসেল, আলাউদ্দিন সরকার, এম. এ মন্নান, এ,বি.এম. শফিউল আজম চৌধুরী শিপু, আব্দুল কাইয়ুম, অর্পন ঘোষ, দিদার ইবনে তাহের লস্কর, স্বপন আহমদ, শাহ্‌ মাহমুদ আলী প্রমূখ।

 

সিলেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে