Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ , ৮ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (18 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-১১-২০১৪

দক্ষিণ আফ্রিকার নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

দক্ষিণ আফ্রিকার নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

প্রিটোরিয়া, ১১ মে- দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো জয়ী হল দলটি।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন দলটি ৬২ শতাংশ ভোট পেয়েছে বলে বিবিসি জানিয়েছে।

আর ২২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমক্রেটিক অ্যালায়েন্স।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ভোটারের ৭২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এএনসির এই জয়ে বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে।

তবে নির্বাচনপূর্ব জরিপ বলছে, দলটির এই জয় প্রত্যাশিতই ছিল।

অবশ্য টানা পঞ্চমবারের মতো জয়ী হলেও এএনসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। দেশটিতে ক্রমশ অর্থনৈতিক মন্দা আর বেকারত্ব বাড়ছে।

তবে এসব নিয়ে দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষের মধ্যে অসন্তোষের সৃষ্টি হলেও এখনও এএনসির ওপর থেকে তারা সমর্থন তুলে নেয়নি।

১৯৯৪ সাল থেকে একনাগাড়ে বিশ বছর ধরে ক্ষমতায় থাকা এই দলটিকেই দক্ষিণ আফ্রিকার মানুষ আবারও ক্ষমতায় নিয়ে এসেছে।

বর্ণবাদবিরোধী অবিসংবাদী নেতা ও প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পর এটিই দেশটিতে প্রথম নির্বাচন। এ বছরই পূর্ন হচ্ছে দেশটিতে বর্ণবিদ্বেষী শাসন ব্যবস্থা পতনের বিশ বছর।

আফ্রিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে