Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ , ৯ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (41 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৫-০৯-২০১৪

সৈয়দপুরে ভ্যান বোঝাই রেলওয়ে চোরাই লোহা আটক

সৈয়দপুরে ভ্যান বোঝাই রেলওয়ে চোরাই লোহা আটক

নীলফামারী- সৈয়দপুরে রেলওয়ের এক ভ্যান বোঝাই চোরাই লোহা আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ মদিনা মোড়ে ওই সব লোহা আটক করা হয়। সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার (ডবিউ এম) কুদরত-ই- খোদা জানান, খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আটক লোহা উদ্ধারসহ ভ্যানচালক রহিমকে (৪৫) গ্রেফতার করে। আটক ভ্যানচালককে গতকালই নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে। জানা যায়, গতকাল দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার (ডাবুএম) কুদরত-ই-খোদা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর মোড় (সাবেক মদিনা হোটেল মোড়) এলাকা দিয়ে রেলওয়ে লোহা বোঝাই একটি রিকশাভ্যান যাচ্ছিল। রিকশাভ্যানে রেলওয়ের লোহা নিয়ে যেতে দেখে ডাবু এম কুদরত-ই-খোদার সন্দেহ হয়। তিনি বিষয়টি সাথে সাথে মুঠোফোনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট (এসি) পসভ. শাহাজাহান সরকার বাবুলকে অবগত করেন। এ খবর পেয়ে নিরাপত্তাবাহিনীর ওই কর্মকর্তা তার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পেঁৗছে রেলওয়ের লোহা বোঝাই রিকশা্যভানটি আটক করেন। এ সময় ওই রিকশাভ্যানের চালক আব্দুর রহিমকে আটক করা হয়। আটক রিকশাভ্যান চালক রহিম জানায়, লোহাগুলো ইসলামবাগ চিনি মসজিদের পিছন এলাকা থেকে তার রিকশাভ্যানে তোলা হয়েছিল। সে সব শহরের মুন্সিপাড়া দরমাপট্টি এলাকায় লোহার দোকানে নিয়ে যাওয়ার কথা ছিল। তিনি জানান, রিকশাভ্যানে সাথে এর মালিক থাকলেও পরবর্তীতে সটকে পড়েন। রেলওয়ের লোহা আটকের ব্যাপারে এ রিপোর্ট পাঠানো (সন্ধ্যা পৌনে ৭টা) পর্যন্ত কোন মামলা হয়নি। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট (এসি)) মো. শাহাজাহান সরকার বাবুল জানান, মামলার প্রস্তুতি চলছে।

নীলফামারী

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে