Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ , ১২ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 2.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৫-০৬-২০১৪

আল-আমিনের হ্যাটট্রিকে মহাস্থান ট্রফি ফুটবলে গাবতলীর শুভসূচনা

আল-আমিনের হ্যাটট্রিকে মহাস্থান ট্রফি ফুটবলে গাবতলীর শুভসূচনা

বগুড়া, ৬ মে- মহাস্থান ট্রফি আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আল আমিনের হ্যাট্রিকের সুবাদে গাবতলী উপজেলা অর্ধ ডজন গোলে শেরপুর উপজেলা ফুটবল দলকে হারিয়েছে। গতকাল বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত খেলার প্রথম থেকেই গাবতলী উপজেলা প্রতিপক্ষ শেরপুর উপজেলার খেলোয়াড়দের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে। গাবতলীর শাহাদৎ খেলার ১৩ মিনিটের সময় গোল উৎসবের সুচনা করেন। এরপর গাবতলীকে আর পিছনে তাকাতে হয়নি। দলের আক্রমন ভাগের খেলোয়াড় আল আমিন খেলার ২৫ ও ৩৪ মিনিটের সময় পরপর দু'টি গোল করে দলকে ৩-০ এর শক্ত অবস্থানে নিয়ে যায়। প্রথমার্ধ এভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে শেরপুর প্রতিরোধ তো দূরের কথা নিজেদের সামলে রাখতেই ব্যর্থ হয়। এ অর্ধে গাবতলী আরও তিন গোল করে । গাবতলীর চঞ্চল (ছোট) দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের সময় দলকে ৪- ০ এর বিশাল ব্যবধানে এগিয়ে নেন। দলের আল আমিন দ্বিতীয়ার্ধের ২৩ মিনিটের সময় গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন। দলের পক্ষে শেষ গোল করে গোল উৎসবের সমাপ্তি করেন রুবেল।

বগুড়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে