বগুড়া, ৫ মে- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন কলোনিতে অভিযান চালিয়ে কমপক্ষে এক হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করেছে চোরাচালান বিরোধী ট্রাস্কফোর্স।
সোমবার বিকেল পৌনে ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৪৩ ব্যাটালিয়নের অপারেশন অফিসার ক্যাপ্টেন রাইসুল ইসলামের উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়।
ক্যাপ্টেন রাইসুল ইসলাম জানান, সোমবার উল্লেখিত সময়ে সান্তাহার স্টেশন সংলগ্ন কলোনির কয়েকটি কোয়ার্টারে (বাসায়) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা এক হাজার কেজি জিরা উদ্ধার করা হয়েছে।