বগুড়া, ৫ মে- গতকাল রোববার থেকে বগুড়ায় শুরু হয়েছে দু'দিনব্যাপী ডিজিটাল মেলা। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ বগুড়ার উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
বগুড়া সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবুল আলা মওদুুদী, উপজেলা মৎস অফিসার আব্দুর রউফ। সকাল সাড়ে ১০ টায় ই-সেবা প্রদর্শনী, সকাল ১০ টায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, বিকেল ৫ টায় সাংস্কৃতিক প্রতিযোগিতা, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে।