Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৫ আগস্ট, ২০২০ , ৩১ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 2.3/5 (31 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৫-০৪-২০১৪

জাবিতে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

জাবিতে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

ঢাকা, ৪ মে- ‘যুক্তি আমার তরুণ প্রাণে অরুণ আলোর দীপ্তি’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন আয়োজন করেছে ‘রুচি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৪’।

সোমবার বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও বিতর্ক কর্মশালার মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে।

রোববার দুপুরে টিএসসি’তে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এবারের বিতর্ক প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার দেশের বৃহত্তম অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সভাপতি ও রুচি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৪ এর আহ্বায়ক দেবাংশু শুভ বলেন, যুক্তির আলো তরুণ সমাজে ছড়িয়ে দেবার উদ্দেশে দেশের সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের আমাদের এ প্রচেষ্টা। এবারের আয়োজনে অংশগ্রহণ করছে সারা দেশের প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

তিনি বলেন, ৬ মে মঙ্গলবার রয়েছে ‘আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা’। স্কুল বিতর্কে অংশগ্রহণ করবে সারাদেশের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও একইদিনে সকাল ১০টায়  বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক, ছাত্র-ছাত্রী, সংগঠক ও শিক্ষকদের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করবে।

৭ই মে বুধবার থাকছে কলেজ পর্যায়ের বিতর্ক। কলেজ পর্যায়ের বিতর্কে সারাদেশের ৩০টি কলেজ অংশগ্রহণ করবে।

৮ মে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। এছাড়া ৯ মে শুক্রবার অনুষ্ঠিত হবে ‘আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’।

এবারের আয়োজনে দেশের অর্ধশতাধিক পাবলিক, প্রাইভেট, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

 

 

শিক্ষা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে