Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ , ১২ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (96 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২৬-২০১২

মালয়েশিয়া কেপং প্রবাসী বাংলাদেশীদের উদ্দ্যেগে নাটক

মালয়েশিয়া কেপং প্রবাসী বাংলাদেশীদের উদ্দ্যেগে নাটক
গত ২৪ জানুয়ারি কেপং মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের উদ্দ্যেগে মতিয়ারা কমল্পেক্স কুয়ালালামপুরে শামসুল হকের লেখা নাটক (গরীবের আর্তনাদ) ও সংস্কৃতিক অনুষ্ঠান হয়। নাটকটি পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক এবং সহকারী পরিচালক ছিলেন খোরশেদ আলম।
সংলাপ পাঠ করেন আজিজুল হক(আমান)। অভিনয়ে ছিলেন: নায়ক- মামুন আহম্মেদ(বিজয়), নায়িকা- জেসমিন আক্তার রত্না,নায়ক- দুলাল বাসার,নায়িকা -বৃষ্টি, রাজা- আবু বক্কর সিদ্দিক, সেনাপতি- মনির, মাতব্বর রাজা- লিটন,সেনাপতি- ফরহাদ,যুবরাজ- নাফিস ইকবাল,ব্রামন- আলমগীর,চরণ ঠাকুর- শাহাদত,সৈনিক- ইমরান খান,মন্ত্রী- খোরশেদ আলম। সেভেন ষ্টার এম,সি,এস প্রতিষ্ঠানের সহযোগীতায় নাটকটি মঞ্চস্থ হয়।

সার্বিক সহযোগীতায় ছিলেন সুপার টেন কেপং শাখা কমিটি- খলিল মাতব্বর, এস,এম,আবুল হোসেন,কামাল হোসেন, নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম, মতিন মোল্লা, কামাল উদ্দিন, চান মিয়া, লিটন মাতব্বর, আক্তার হোসেন।

মালয়েশিয়ার বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সাংবাদিক সহ প্রবাসী বাংলাদেশী, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়া ও নেপালের প্রায় ২ হাজার দর্শক নাটক উপভোগ করেন। বাংলাদেশীদের নাটক দেখে অনেকেই মুগ্ধ হয়ে নগদ টাকা উপহার দেন। প্রবাসী শ্রমিকদের মনের খোরাক যোগিয়েছে অনুষ্ঠানটি। চাইনিজ নিউ ইয়ার এর লম্বা ছুটিতে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাও আনন্দে মেতে ওঠেন।

মালয়েশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে