ঢাকা, ২৮ এপ্রিল- রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অস্ত্র-গুলিসহ আট ডাকাতকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার দিনগত রাতভর রাজধানীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ডাকাতদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, গুলি, লুট করা দু’টি প্রাইভেটকার ও দু’টি বাইক উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের সহকারী কমিশনার আবু ইউসুফ প্রতিবেদককে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউসুফ জানান, সোমবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।