Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (30 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৪-২৭-২০১৪

পাথরঘাটায় ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন

পাথরঘাটায় ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন

বরগুনা, ২৭ এপ্রিল- বরগুনার পাথরঘাটা উপজেলায় মাকে জিম্মি করে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণকারীর উপযুক্ত শাস্তি এবং ওই শিশু ও তার পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের সহায়তায় ওই ছাত্রীর সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় সংবাদকর্মী মো. আমিন সোহেল, সুশীলনের ওয়াটার প্রকল্প প্রজেক্ট ম্যানেজার ইসমাইল হোসেন, শিক্ষক শফিকুল ইসলাম, এলাকাবাসী মাসুদ হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আটক ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করেন ও ছাত্রীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় সূত্র জানায়, গত ১৮ এপ্রিল রাত সাড়ে ৯টায় পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীর মাকে জিম্মি করে প্রতিবেশী আনোয়ার হাওলাদার (৫০)। পরে মায়ের মৃত্যুর ভয় দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। পরদিনও রাত ৮টায় ধর্ষণ করতে গেলে ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ধর্ষক আনোয়ার হাওলাদারকে হাতেনাতে ধরে থানা পুলিশে সোর্পদ করে।

২০ এপ্রিল ওই ছাত্রীর মা বাদী হয়ে আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা করেন। ওই মামলায় ধর্ষক কারাগারে থাকলেও তার লোকজন ওই ছাত্রী ও তার মাকে হত্যার হুমকি দিয়ে আসছে।

বরগুনা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে