DESHEBIDESHE
টরন্টো, সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ , ২ পৌষ ১৪২৬
গড় রেটিং: 2.9/5 (18 টি ভোট গৃহিত হয়েছে)
আপডেট : ০১-২৩-২০১২
আবারও বিতর্কের ঝড়!
শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে বলিউডে আবারও উঠেছে বিতর্কের ঝড়! কি করছেন তারা? গোপন রোমান্স নাকি কো-আর্টিস্ট হিসেবে ভাব বিনিময়? বাঁকা চোখে কেউ আবার বলছেন, এ হলো ইচ্ছাকৃত স্ক্যান্ডাল উসকে দিয়ে আলোচনার শীর্ষে থাকার বাণিজ্যিক প্রচেষ্টা! সত্যি আসলে কোনটা? কি আছে তাদের মনে! শাহরুখ-প্রিয়াঙ্কাকে ঘিরে এরকম প্রশ্ন বলিউডে আবারও ঝড় তুলেছে। সমপ্রতি শাহরুখের অফিসে রাতের মধ্যপ্রহর পার করে ৩টা পর্যন্ত ছিলেন প্রিয়াঙ্কা। কিং খানের অফিস স্টাফদের মাধ্যমেই ফাঁস হয়ে যায় এ ঘটনা। সাইক্লোনের গতিতে এ খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। সবার চোখ ফাঁকি দিয়ে রাত ৩টা পর্যন্ত একসঙ্গে থাকাটা তাদের নিয়ে রটনার সত্যতা প্রমাণ করে বলে মনে করছেন বলিউডের অনেকেই। ঘটনাটি জানাজানি হওয়ার পর মৌমাছির মতোই মিডিয়া শাহরুখ-প্রিয়াঙ্কার পিছু নেয়। কিন্তু দু’জনের কাউকেই পাকড়াও করা সম্ভব হয়নি। তবে শাহরুখ ও প্রিয়াঙ্কা এ প্রসঙ্গে ভক্তদের কাছে তাদের বক্তব্য জানিয়েছেন সামাজিক ওয়েবসাইট টুইটারে। তারা দু’জনই জানিয়েছেন, সমপ্রতি অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার উপস্থাপনায় নেমেছেন প্রিয়াঙ্কা। অতিথি হিসেবে সে অনুষ্ঠানে শাহরুখও ছিলেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে শাহরুখের। সেই অভিজ্ঞতা থেকেই প্রিয়াঙ্কাকে সহযোগিতা করেছেন তিনি। এ জন্যই দীর্ঘ সময় প্রস্তুতি নিতে ব্যস্ত ছিলেন দু’জন। আর এ কারণেই মাঝে মধ্যে শাহরুখের অফিসে শেষ রাত পর্যন্ত প্রিয়াঙ্কাকে থাকতে হয়েছে।
Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper