Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৮ আগস্ট, ২০২০ , ২৪ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 2.8/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-২৩-২০১৪

মৌয়ের 'গাছ ও পাতা' বিষয়ক কথা শুনতেই হল মাস্তানকে!

মৌয়ের 'গাছ ও পাতা' বিষয়ক কথা শুনতেই হল মাস্তানকে!

ঢাকা, ২৩ এপ্রিল- মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ভীষণ পরিবেশ সচেতন। শৈশব থেকেই গাছপালা, ফুল-পাখিসহ প্রকৃতির সব বিষয়ের প্রতি তার দারুণ আকর্ষণ রয়েছে।

মৌ গাছের প্রতি ভালোবাসার কারণে একটি নার্সারি থেকে চারা কিনতে যান। গাছের চারাটি কেনার পর মুগ্ধ হয়ে বলেন- 'চারাটি তো বেশ সুন্দর!' মৌয়ের এই কাথাটি শুনে নার্সারিতে উপস্থিত এক মাস্তানও অনুরূপ একটি গাছের চারা কেনেন। মূলত প্রকৃতি ও পরিবেশের প্রতি মানুষের ভালোবাসার বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে।

তারই ধারাবাহিকতায় এবার তিনি প্রকৃতি এবং মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে নির্মিত একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। 'গাছ ও পাতা' শিরোনামের এ নাটকটি রচনা করেছেন মাহবুব তালুকদার। নাট্যরূপ ও পরিচালনা করেছেন নাহিদ আহদেম পিয়াল।

এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আসছে ঈদে এটি প্রচার হবে। এ প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, "আমরা অনেকেই বুঝে কিংবা না বুঝে বিভিন্নভাবে পরিবেশের ক্ষতিসাধন করছি। নির্বিচারে বৃক্ষনিধন করছি। ফলে বিভিন্ন রকমের পরিবেশ বিপর্যয় ঘটছে। এর কুফল আমাদেরই বহন করতে হচ্ছে। এ বিষয়টি নিয়ে আমি ব্যক্তিগতভাবে ভীষণ উদ্বিগ্ন। এবার ঠিক এ ধরনেই একটি পরিবেশ সচেতনতামূলক নাটকে অভিনয় করতে পেরে ভালো লাগছে। আশা করি, নাটকটি দেখে দর্শকরা বিনোদনের পাশাপাশি পরিবেশ সচেতনতার গুরুত্বপূর্ণ বেশকিছু বার্তাও পাবেন।"

মডেলিং

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে