Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১১ জুলাই, ২০২০ , ২৭ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.1/5 (53 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৪-১৯-২০১৪

লক্ষ্মীছড়িতে জেএসএস’র গুলিতে ব্যবসায়ী নিহত

লক্ষ্মীছড়িতে জেএসএস’র গুলিতে ব্যবসায়ী নিহত

খাগড়াছড়ি,১৯ এপ্রিল- খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দূর্গাছড়িতে জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের গুলিতে কিরণ ওরফে জয় কুমার চাকমা (৪৫) এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় কল্পরানী চাকমা(১৫) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে।

শনিবার সকাল পৌনে আটটার দিকে ওই উপজেলার দূর্গাছড়িতে এ ঘটনা ঘটে। আহত কল্পরানী চাকমা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) শেখ মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেএসএস’র একদল অস্ত্রধারী সন্ত্রাসী সকাল পৌনে আটটার দিকে ওই উপজেলার দূর্গাছড়ি এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এসময় স্থানীয় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন এক স্কুলছাত্রী।

এ ঘটনার পর স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান এসপি।

খাগড়াছড়ি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে