Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১২ আগস্ট, ২০২০ , ২৮ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.1/5 (17 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-১৮-২০১৪

তুষার ধসে এভারেস্টে ৬ শেরপা নিহত, নিখোঁজ ৯

তুষার ধসে এভারেস্টে ৬ শেরপা নিহত, নিখোঁজ ৯

কাঠমান্ডু, ১৮ এপ্রিল- সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে তুষার ধসে ছয়জন নেপালি পথপ্রদর্শক (গাইড) শেরপা নিহত এবং ছয় অভিযাত্রী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে নেপালের পর্যটন মন্ত্রণালয়।

এ ছাড়াও এ সময় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তা মধুসূদন বোরলাকোটি গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে বেসক্যাম্প-২ এর কাছাকাছি এ তুষার ধসের ঘটনা ঘটে।

নিখোঁজ ও হতাহতদের উদ্ধারে রাজধানী কাঠমুন্ডু থেকে উদ্ধারকারী হেলিকপ্টারসহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে বলেও জানান পর্যটন মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

শতাধিক অভিযাত্রী ও তাদের গাইড শেরপা ওই ক্যাম্পে জড়ো হয়েছিলেন। বছরের সবচেয়ে অনুকূল আবহাওয়ায় মধ্য মে থেকে তাদের ২৯ হাজার ফুট উঁচুতে সর্বোচ্চ শৃঙ্গে অভিযান শুরু করার কথা ছিল। খবর- সিএনএন, হাফিংটন পোস্ট, গার্ডিয়ান ও বিবিসির।

এদিকে, নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা অং শেরিং জানিয়েছেন, এভারেস্টে তুষার ধসে চার থেকে পাঁচজন নিখোঁজের খবর তারা পেয়েছেন।

তিনি বলেন, এভারেস্টের ২১ হাজার ফুট উঁচুতে যে এলাকাটিতে এই তুষার ধসের ঘটনা ঘটেছে, সেটি ‘পপকর্ন ফিল্ড’ নামে পরিচিত।

১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও শেরপা তেনজিংয়ের  এভারেস্ট শৃঙ্গ বিজয়ের পর এখন পর্যন্ত চার হাজারের বেশি অভিযাত্রী সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় সামিট করেছেন। তবে এভারেস্ট জয় করতে গিযে বিভিন্ন সময়ে নিখোঁজ বা মারা গেছেন শতাধিক অভিযাত্রী।

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে