ময়মনসিংহ, ১০ এপ্রিল- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বৃহস্পতিবার দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জজ কোর্টের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্টের ৪ নম্বর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ওপর মিথ্যা চার্জ গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।