Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ , ২৩ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.8/5 (4 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৪-১০-২০১৪

ময়মনসিংহ মেডিকেলে সিট ৮শ’ রোগী ৩ হাজার!

ময়মনসিংহ মেডিকেলে সিট ৮শ’ রোগী ৩ হাজার!

ময়মনসিংহ, ১০ এপ্রিল- শয্যাসঙ্কটে ভুগছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, সিটের ‍অভাবে মেঝেতে শুয়ে আছেন অনেক রোগী। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

কর্তব্যরত চিকিৎসকরা প্রতিবেদককে জানান, হাসপাতালের ২৮টি ওয়ার্ডে ৮০০ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন প্রায় ৩ হাজার।

হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ২০টি বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১৩০ জন।

শিশু সার্জারি ওয়ার্ডের সেবিকা সেলিনা খাতুন জানান, এ ওয়ার্ডে ৩৩টি শয্যার বিপরীতে ৮৫- ৯০ জন রোগী ভর্তি আছেন।

হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোর্শেদুল ইসলাম জানান, এ ওয়ার্ডে শয্যা সংখ্যা ২৪টি। এর বিপরীতে রোগী ভর্তি আছেন গড়ে ৭০- ৮০ জন।

এদিকে ৫০০ শয্যার নতুন ভবনে এখনও পুরোদমে চিকিৎসা সেবা চালু হয়নি। ৯ তলা বিশিষ্ট নতুন এ ভবনের কয়েকটি ফ্লোরে কার্ডিওলজি, নিউরোলজি’সহ পাঁচটি বিভাগ স্থানান্তরিত হলেও বিভিন্ন বিভাগের সার্জারি সেকশন এখনও স্থানান্তরিত হয়নি।

তাই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পুরাতন ভবনের ওয়ার্ডগুলোর মেঝেতে বা বারান্দায় গাদাগাদি করে থাকতে হচ্ছে।

এসব সমস্যার সঙ্গে যোগ হয়েছে রোগীদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীদের ভিড়।

মোর্শেদুল ইসলাম জানান, প্রতিদিন গড়ে ১৪০- ১৬০ জন দর্শনার্থী ১৫ নং ওয়ার্ডে অবস্থান করেন।

অন্যান্য ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে জানা গেল, রোগীর আত্মীয়-স্বজনদের ভিড়ে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

এসব বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফশিউর রহমান প্রতিবেদককে জানান, ৫০০ শয্যার নতুন ভবনে আরও কয়েকটি ডিপার্টমেন্ট স্থানান্তরিত করা হবে।

দর্শনার্থীদের ভিড় সামলাতে পাস প্রথা চালু হয়েছে বলে জানান তিনি। 

ময়মনসিংহ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে