Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ , ২৩ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-০৯-২০১৪

পুরুষে রূপান্তরিত হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি!

পুরুষে রূপান্তরিত হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি!

ঢাকা, ০৯ এপ্রিল- পরনে ছেলেদের জিন্স আর শার্ট। মাথায় ক্যাপ। হাতে সিগারেট, চলন-বলনে পুরুষালী ছাপ স্পষ্ট। বলা যায় একদম পুরুষের মতই আজকাল মাহিয়া মাহি। অবশ্য এবার সবাই তাকে চিনবে ‘ব্রাদার’ হিসেবেই। আর আদর করে তার নাম দেবে ‘বিগ ব্রাদার’।

কিন্তু আসলে ঘটনা কী? কেন পুরুষে রূপান্তরিত হলেন এই সুন্দরী নায়িকা মাহি?

এ প্রশ্নের জবাব মিলবে মাহি’র নতুন ছবি ‘বিগ ব্রাদার’ এ। ২১ এপ্রিল থেকে ঐ ছবিতে এমনই একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মাহিয়া মাহি। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক শিপন।

ছবিটি পরিচালনা করছেন শাফিউদ্দিন শাফি। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন প্রবীর মিত্র, ডেনি সিডাক, রেবেকা, আহমেদ শরিফসহ আরও অনেকে।

পরিচালক শাফিউদ্দিন শাফি বলেন, ‘ছবিতে মাহিকে একটা ছেলের চরিত্রে দেখা যাবে। সে’ই হবে সবার বড় ভাই। এ কারণে ছবির নাম দেওয়া হয়েছে ‘বিগ ব্রাদার’।’

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে