Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ , ২৭ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (16 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-০৩-২০১৪

বাঁশিওয়ালা এলেনাকে নিয়ে উত্তাল ইতালি

বাঁশিওয়ালা এলেনাকে নিয়ে উত্তাল ইতালি

রোম, ০৩ এপ্রিল- সাবাতিনি, স্টেফিদের টেনিস দেখতে একসময় ভিড় জমাতেন সবাই৷ টেনিস বুঝুন আর নাই-বা বুঝুন৷ সাবাতিনি, স্টেফি, আরাঞ্চা স্যাঞ্চেজ ভিকারিওদের আবেদন এমনটাই ছিল যে, টেনিস দেখতে ছুটে আসতেন টেনিস পাগলরা৷ সাবাতিনিদের যুগ শেষ৷ এখন সেই জায়গা নিয়েছেন শারাপোভা, আজারেঙ্কারা৷

অলিম্পিক সোনা জয়ী ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারকে ট্র্যাকে দেখার পর সবার মন হু হু করে উঠত৷ ব্রাজলীয় ফুটবলার মার্তাও নজর কেড়েছেন সবার৷ মহিলা অ্যাথলিটরা খেলার ময়দানে এসেছেন, দেখেছেন ও জয় করে নিয়েছেন৷

এবার সবার নজরে এলেনা তামবিনি৷ ফুটবল মাঠে ইতিমধ্যেই তিনি জনপ্রিয়৷ কে এই এলেনা ? ইতালীয় রেফারি তিনি৷ ফুটবল মাঠে দস্যি ছেলেদের তিনি সামলান৷ হলুদ, লাল কার্ড বের করতে এক মুহূর্তও ভাবেন না৷ ইতালির ফুটবলমহল এখন এলেনাকে নিয়ে তোলপাড়৷ শুধু ইতালি কেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে মহিলা রেফারিরা ম্যাচ পরিচালনা করছেন৷ ভারতে মারিয়া রেবেলো আই লিগের ম্যাচ পরিচালনা করছেন ৷

এলেনা অবশ্য এখনও সিরি আ-র ম্যাচ পরিচালনা করেননি ৷ সিরি -বি-র ম্যাচে বাঁশি মুখে নেমে পড়েছেন৷ আর তাতেই মোহিত সবাই৷ এলিনা স্বয়ং বলছেন, ‘ফুটবল আমার জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িত৷’ স্প্যানিশ সংবাদপত্র মার্কায় লেখা হয়েছে, ইতালির ফুটবল এখন মৃতপ্রায়৷ ইতালির ফুটবলে গ্ল্যামার যোগ করতে এসে পড়েছেন এলেনা৷ অতীতে ইতালির লিগ বেশ জনপ্রিয় ছিল৷ ইদানীং দূর্নীতি, ম্যাচ গড়াপেটায় জেরবার ইতালির ঘরোয়া লিগ৷ ভাল ফুটবলার সেখানে যান না৷ প্রচারের আলো শুষে নিয়েছে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ৷ এলিনাই যদি মরা গাংয়ে জোয়ার আনতে পারেন! মনে করা হচ্ছে, অদূর ভবিষ্যতে এলেনা সিরি আ-র ম্যাচ পরিচালনা করবেন৷ বলা হচ্ছে, এলেনা গ্ল্যামার ঢালবেন ইতালির ফুটবলে।

এহেন ২৫ বছর বয়সী বাঁশিওয়ালা কিন্তু শুধু রেফারিংই করেন না৷ মডেল হিসেবে তার বেশ সুনামও রয়েছে৷ তার মুখের হাসি মাঠের বাইরে অনেকেরই হৃদয়ে তুফান তুলেছে৷ মাঠের ভিতরে তাকে দেখে দুষ্টু ফুটবলারদের হৃদয়েও নিশ্চয় ঝড় ওঠে৷ এলেনা কী বলছেন? মুখ টিপে হেসে এলেনা বলেন, ‘আমি মুখ ব্যাজার করে ম্যাচ খেলাই না৷ সব সময় হাসি মুখে থাকি৷ ছেলেদের ভয়? একদমই নয়৷’

অন্যান্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে