Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৭ জুন, ২০২০ , ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 2.4/5 (18 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৪-০১-২০১৪

১২ জেলা ও দায়রা জজ বদলি

১২ জেলা ও দায়রা জজ বদলি

১২ জেলা ও দায়রা জজ বদলি

ঢাকা, ০১ এপ্রিল- ১২ জন জেলা ও দায়রা জজ এবং তিনজন অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করেছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে মঙ্গলবার এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পিরোজপুরের জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামীকে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ; খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলামকে নেত্রকোনার জেলা ও দায়রা জজ; পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল আজিজ মণ্ডলকে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; নড়াইলের জেলা ও দায়রা জজ মো. আবদুল মতিনকে ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাছানুজ্জামানকে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইসমাইল হোসেনকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিশেষ জজ মো. মজিবুর রহমানকে নড়াইলের জেলা ও দায়রা জজ; ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এস এম রেজানুর রহমানকে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ; খুলনার শ্রম আদালতের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনকে পিরোজপুরের জেলা ও দায়রা জজ; চট্টগ্রাম কাস্টমস হাউসের আইন কর্মকর্তা মনির আহমেদ পাটোয়ারীকে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ; সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল কাসেম মো. মোস্তফাকে ঢাকার কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (বিচার) এবং মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মো. আবদুর রশিদকে ঢাকার বিভাগীয় বিশেষ জজ পদে বদলি করা হয়েছে।

৩ জন অতিরিক্ত জেলা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এম ইমরুল কায়েসকে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ; রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম শহিদুল ইসলামকে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন আহমদকে সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।

 

ঢাকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে